Top Self

Danny Gregory remembers his grandparents’ home in Lahore, Pakistan, with love: “The brown office was a dark and cozy study that smelled of the tobacco he kept in a glass caddy and his row of burled oak pipes.”

What should we do?

Bangladesh is a developing country.We try to build my county as a develop country as early as possible. So we try to find out how can we develop our country. Share your mind we try to reached it to the people.So send your mind talk what should we do to develop my country???

বাংলাদেশের সাবমেরিন কেনা এবং ভারতের “আলতো” মাথা ব্যাথা

​চীন থেকে যখন বাংলাদেশে দুটি সাবমেরিন হস্তান্তর করা হলো বাংলাদেশ নৌবাহিনীর জন্য, সে সময় পাশের দেশ ভারতের টিভি চ্যানেলগুলোতে এ নিয়ে চলছে নানা ধরনের ট্যক শো। পাকিস্তানও কম যায়নি এক্ষেত্রে। এগুলোর বিষয় বস্তু দেখলে মনে হবে বাংলাদেশের সাবমেরিং কেনাটা এদের কেউ পছন্দ করেনি একেবারেই। ভারতীয় ট্যক শো গুলোতেই একটাই প্রশ্ন – বাংলাদেশ সাবমেরিন দিয়ে কি করবে? বাংলাদেশের তো কোন শত্রু নেই! সবাই তো মিত্র।

আবার অনেক ভারতীয় বিশেষজ্ঞ মনে করছেন এটা চীনাদের কোন স্ট্র্যাটাজিক প্ল্যান ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করার জন্য। তাদের ধারনা, বাংলাদেশের মাধ্যমে চীন হয়তো ভারত মহাসাগরে তাদের উপস্থিতি জানান দিতে চায়। ট্যক শো গুলোর লিংক এই পোস্টের নীচে দিয়ে দেব। তবে মোটামুটি বলা চলে বাংলাদেশের সাবমেরিন কেনার ব্যাপারটা নিয়ে ভারত একটু নার্ভাস আর পাকিস্তান কোন দুঃখে জানি উল্টোপাল্টা বকছে। যদিও তাদের কথাবার্তা ভারতের মত তবে হিংসার গন্ধ পাওয়া যাচ্ছে। আর আমরা সাবমেরিন কেনার পর থেকেই মিয়ানমার পাগলের মত সাবমেরিং কেনার চিন্তা ভাবনা করছে। অনেকটা মরিয়া হয়ে উঠছে তারা।

ঢাকায় যারা আছেন সাবধান

১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন।
সবাইকে ধন্যবাদ।